ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

‘আমার বাবায় আর ফোন করেনি’

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মার্চ ৬, ২০১১
‘আমার বাবায় আর ফোন করেনি’

বরিশাল: ব্যারিস্টার হওয়ার স্বপ্ন পূরণ হলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রেজোয়ানের। উচ্চ শিক্ষার জন্য আগামী সপ্তাহে দেশের বাইরে যাওয়ার কথা ছিলো তার।



শনিবার রাতে রাজধানীর মতিঝিলে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত হন  রেদওয়ানুল ইসলাম ওরফে রেজোয়ান (২৫)।

রেজোয়ানের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার দীর্ঘদিনের বাসস্থান বরিশাল শহরেরর পলাশপুরে।

রোববার সন্ধ্যা সোয়া ৬টায় পলাশপুরের বাসায় নিয়ে আসা হয় রেজোয়ানের লাশ।

এ সময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশিদের কান্নায় ভারি হয়ে ওঠে আকাশ-বাতাস।

শোকে জ্ঞান হারিয়ে ফেলেন নিহতের ছোট ভাই রিয়াজুল ইসলাম রিয়াজ।

মাগরিব নামাজের পর পলাশপুরে নিজ বাসার সামনে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

সেখানে ২য় জানাজা শেষে আজ (রোববার) রাতেই পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শোকে কাতর রেজোয়ানের পিতা ক্বারী আলাউদ্দিন বলেন, ‘রাত ৯টায় মোবাইল ফোনে রেজোয়ানের সঙ্গে আমার শেষ কথা হয়। তখন রেজোয়ান বলে, বাবা আমি একটু ঝামেলার মধ্যে আছি। তোমাকে পরে ফোন করব। কিন্তু আমার বাবায় আর ফোন করেনি। ’  

কান্না জড়িত কণ্ঠে বৃদ্ধ পিতা আরো বলেন, ‘রেজোয়ান ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখত। শিাবৃত্তি নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে রেজোয়ানের দণি কোরিয়া যাওয়ার কথা ছিল। ’  

গত বৃহস্পতিবার শেষবারের মতো বাড়ি এসেছিলেন রেজোয়ান। লঞ্চযোগে সকালে এসে সন্ধ্যায় আবার চলে যান ঢাকায়। ‘এটাই যে তার শেষ যাওয়া হবে তা কে জানতো?’ বলে আবারও কান্নায় ভেঙে পড়েন ক্বারী আলাউদ্দিন।

শৈশবের বন্ধু জুম্মন বলেন, ‘রেজোয়ান ছিলো অত্যন্ত ভদ্র ও শান্ত প্রকৃতির একটা মাটির মানুষ। ’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র রেজোয়ান শনিবার রাতে রাজধানীর মতিঝিলে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে বাসের নিচে পড়ে আহত হন। পরে গভীর রাতে ল্যাবএইড হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।