ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২০ জামায়াত-শিবির নেতা-কর্মীর অভিযোগ গঠনের শুনানি ২৭ এপ্রিল

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১১

ঢাকা: সাবেক সাংসদ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমানসহ জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ২৭ এপ্রিল।

রোববার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মনির কামাল শুনানি শেষে এ আদেশ দেন।



অন্য আসামিরা হলেন- শফিকুল ইসলাম, তাজিলুল ইসলাম, মাহফুজুর রহমান, রুহুল আমিন, মনিরুল ইসলাম, ইদ্রিস খান, আব্দুল্লাহ আল নোমান, ইয়াসিন, নাজমুল হাসান, হেমায়েত উদ্দিন, মোস্তাফিজুর রহমান, আব্দুল করিম আকন্দ, হারিজ মুহাম্মদ, মোয়াজ্জেম হোসেন, রোকন উদ্দিন, আহসান উল্লাহ পাটোয়ারী, রফি উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল হাই ও রুবেল মৃধা।

এদের মধ্যে শফিকুল ইসলাম খুলনা জামায়াতের নায়েবে আমির।

আসামিদের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, রুবেল মৃধা মুখ্য মহানগর হাকিম আদালত থেকে ও অন্যরা হাইকোর্ট থেকে জামিনে থাকলেও হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্তদের মধ্যে ১৮ জনকে গত ১২ ফেব্রুয়ারি কারা ফটক থেকে একটি জিডি মূলে পুনরায় আটক করা হয়।

পরে ২২ ফেব্রুয়ারি মিরপুর থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অভিযোগ আনা হয়, আসামিরা গত ২৮ অক্টোবর মিরপুরের ১ জে, ২/১০ সেকশন-১, কলওয়ালাপাড়ার মাহফুজুর রহমানের বাড়িতে গোপনে জমায়েত হয়। তারা সেখানে বর্তমান সরকার ও দেশের স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।

গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে সেখানে যায় এবং বিপুল পরিমাণ জিহাদী বই ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই দিনই মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম নবী বাদী হয়ে বিস্ফোরক আইনে মিরপুর থানায় এ মামলা দায়ের করেন।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও দেলোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।