ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংসদ দিপ্তীর বাসায় ডাকাতি

চার আসামি ধরতে ২৪ জন গ্রেপ্তার

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১১

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শহিদা তারেখ দিপ্তীর বাসায় ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।



সর্বশেষ গ্রেপ্তারকৃত আসামির নাম কেনু।

রোববার কেনুকে আদালতে এনে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান।

মহানগর হাকিম শাহরিয়ার আদনান শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
মামলার অপর আসামিরা হলেন- লাল মিয়া, মাসুদ হাওলাদার, ফারুক হোসেন, রাশেদুল ইসলাম ওরফে মিলন, তরিকুল ইসলাম ওরফে শাহিন, শফিকুল ইসলাম, আব্দুল কাদের, রমজান, আলামিন, জসিম, দিদার, রশিদ কানা, কবির, মাহিন, আবুল কালাম আজাদ, শামসুদ্দিন আরেফিন রাসেল, জাকির হোসেন, রাসেল হোসেন রনি, মো. শফিক, জমির হোসেন, মো. বিল্লাল, সুমন ও জাকারিয়া ইসলাম মাসুদ।

মামলার এজাহারে জানা যায়, গত ৮ জানুয়ারি দিবাগত রাত্রে মুখোশপরা ৪ জনের একটি ডাকাত দল জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শহিদা তারেখ দিপ্তীর পল্লবী থানাধীন ৩২ নম্বর রোডের ৩৪ নম্বর বাসায় ঢুকে সবাইকে বেঁধে ফেলে। এ সময় তারা আগ্নেয়াস্ত্র দিয়ে তাদের ভয় দেখিয়ে ৬৫ ভরি স্বর্ণ, হীরার আংটি ও নগদ ৫ লাখ ৫১ হাজার টাকাসহ প্রায় ৩২ লাখ ৩৮ হাজার টাকা সমমূল্যের মালামাল ডাকাতি করে।

এ ঘটনায় ৯ জানুয়ারি সংসদ সদস্য শাহিদা তারেখ দিপ্তীর স্বামী তারেক মিন্টু বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময় : ২০৩৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।