ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবিতে কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে সংবর্ধনা

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১১

রাবি (রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগ প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে সংবর্ধনা দিয়েছে।

রোববার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যিালয়ের সাবেক উপাচার্য ও বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ, অধ্যাপক মলয় কুমার ভৌমিক, অধ্যাপক সনৎ কুমার সাহা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক এসএম আবু বকর।

প্রসঙ্গত, ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ হাসান আজিজুল হককে ‘বঙ্গবন্ধু চেয়ারের’ জন্য মনোনীত করে। এ ছাড়াও সাহিত্যে অনন্য অবদানের জন্য তিনি একুশে পদকসহ অনেক পুরস্কারে ভূষিত হন।

হাসান আজিজুল হক দীর্ঘ ৩১ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপনা শেষে ২০০৪ সালে অবসর গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।