ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গুরুদাসপুরে পালেদের মাটির হাড়ি ভাংচুর করেছে ঘোষেরা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ৭, ২০১১

নাটোর : নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায় পাল সম্প্রদায়ের ৬টি পরিবারের মাটির তৈরী হাড়ি ভাংচুর করেছে ঘোষ সম্প্রদায়।

গুরুদাসপুর থানার উপপরিদর্শক নূর আলম বাংলানিউজকে জানান, রোববার দুপুরের ঘটনায় সোমবার সকাল ৯টার দিকে রাজশাহী শহরের  মিষ্টি ব্যবসায়ী নবকুমার ঘোষ নাজিপুরে যান।



এ সময় পাল সম্প্রদায়ের লোকজন নবকুমারকে লক্ষ্য করে মাটির হাড়ি ছুড়ে মারে। এতে  নবকুমারের সহযোগী অমল কুমার ঘোষ সামান্য আহত হয়।

এরপর ঘোষ সম্প্রদায়ের ৩০/৩৫ জন লাঠি-সোটা নিয়ে গোকুল বিহারী পাল, বসন্ত পাল, গৌতম পাল, অমল পাল, বিদ্যুৎ পাল ও বাসুদেব পালের বাড়িতে হামলা চালায়।
ভাংচুর করা হয় কয়েক শ মাটির হাড়ি ।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গুরুদাসপুর উপজেলা শাখার সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ  পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এ ঘটনা মিমাংসা করার দায়িত্ব নিয়েছেন।  

উল্লেখ্য, পূর্ব বিরোধের জের ধরে নাজিপুরে রোববার দুপুরে ঘোষ এবং পাল সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে কমপে ১০ জন আহত হয়।

বাংলাদেশ সময় : ১৪৩০ ঘন্টা, মার্চ ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।