ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লিবিয়া প্রবাসী ৪৮২ জন দেশে ফিরবেন শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মার্চ ৩, ২০১১

ঢাকা: রাজনৈতিক অস্থিরতায় অশান্ত লিবিয়া থেকে বাংলাদেশিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দেশে ফিরবেন ৪৮২ লিবিয়া প্রবাসী।



বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার ভোর চারটায় ইওয়াই ২৫৮ ফ্লাইটে ৫ জন, ভোর চারটা ৪০ মিনিটে জিএফ ২৫০ ফ্লাইটে ৪০ জন, ভোর চারটা ৫৫ মিনিটে কিউআর ৩৪৪ ফ্লাইটে ৭৮ জন এবং টিকে ৭০৮ ফ্লাইটে বেলা সোয়া দুইটায় আসবেন ১৯ জন। তারা মিশর ও গ্রিসের ক্রিট দ্বীপ থেকে আসবেন।

এছাড়া সকাল এগারোটার দিকে একটি বিশেষ ফ্লাইটে তিউনিসিয়া থেকে আসবেন ৩৪০ জনের একটি দল।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, শুক্রবার দেশে ফেরাসহ সব মিলিয়ে দেশে আসার সংখ্যা দাঁড়াবে ২ হাজার ১১৪ জন।

বৃহস্পতিবার পর্যন্ত দেশে ফিরেছেন ১ হাজার ৬৩২ জন। এর মধ্যে ১৪৮৩ জন আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএমের ব্যবস্থাপনায় এসেছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।