ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় ২৫টি ঘর আগুনে পুড়ে ছাই

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১১

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শান্তিনিবাস এলাকায় বৃহস্পতিবার দুপুরে আগুনে ২৫টি বস্তিঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এসব ঘরে শ্রমিকরা বসবাস করতেন।

আগুনে ২৫টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার তি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

প্রত্যদর্শী ও পুলিশ জানায়, ফতুল্লার শান্তিনিবাস এলাকার মোহর চাঁনের বাড়িতে ২৫টি টিনের ঘরে শ্রমিকরা বসবাস করতেন। বৃহস্পতিবার দুপুর পৌঁনে একটায় এক পরিবারের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এলাকার লোকজন প্রথমে বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।