ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় আবারও বার্ড ফ্লু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মার্চ ৩, ২০১১

ভোলা: ভোলায় একটি পোল্ট্রি ফার্মে আবারও বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় বার্ড ফ্লু-র অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে।



তিনি জানান, আক্রান্ত মুরগির সেম্পল ঢাকায় পাঠানো হয়েছে। চূড়ান্ত নির্দেশ পেলে আক্রান্ত সাড়ে ৭ হাজার মুরগি নিধন করা হবে।

তিনি আরো জানান, গত ২ দিন ধরে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ফকরুল ইসলাম চৌধূরীর মালিকাধীন ফারিদ পোল্ট্রি ফার্মে মুরগি মারা যাওয়ায় প্রাথমিকভাবে বার্ড ফ্লু’-র সন্দেহ করা হয়।

এরপর ভোলা ও বরিশালে পরীক্ষা-নিরীক্ষার পর বার্ড ফ্লু জীবাণুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

প্রদীপ কুমার জানান, দু’সপ্তাহ আগে শহরের চরনোঢাবাদের একটি ফার্মে বার্ড ফ্লু-র জীবাণু পাওয়া গেলে ২ হাজার মুরগি নিধন করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফার্মের ১ কিলোমিটার এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।