ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নয়া দূতের সংবাদ সম্মেলন: বিচার বর্হিভূত হত্যাকাণ্ড সমর্থন করে না ইইউ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১১

ঢাকা: ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়ন নবনিযুক্ত ডেলিগেশন প্রধান ও দূত উইলিয়াম আনা বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। ’

তিনি আরও বলেছেন, ‘সংসদকে কার্যকর করতে এবং বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত রাখতে বিরোধীদলসহ রাজনৈতিক দলগুলোকে আরও ভূমিকা হতে হবে।



নব নিযুক্ত দূত বৃহস্পতিবার ঢাকার গুলশানের লেকশোর হোটেলে ইইউ আয়োজিত এক সংবাদ সম্মেলনে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এক ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন।

ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সংবাদ সম্মেলন। রাষ্ট্রদূত স্টেফান ফ্রোয়েনের স্থলাভিষিক্ত হয়েছেন উইলিয়াম আনা।

ড. ইউনূসকে গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না, তবে আমি মনে করি ক্ষুদ্রঋণের ধারণাটি ভালো এবং এর প্রয়োজনীয়তা রয়েছে। ’

দর্নীতি দমন কমিশন (দুদক ) প্রসঙ্গে তিনি বলেন, ‘দুদকের আইন সংশোধনে সরকারের  নেওয়া উদ্যোগ তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ’

সন্ত্রাস দমন প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে সন্ত্রাস দমনের বিষয়ে ‘জিরো টলারেন্সের, কথা বলা আছে। ইউরোপীয় ইউনিয়ন সরকারের এ কথাকে মূল্য দেয়। ’

স্থানীয় সরকার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে তার কার্যকরী ভুমিকা রাখার সুযোগ দেওয়া বাঞ্ছনীয়। ’

তিনি আরও বলেন, ‘এনজিও ও সরকারি-বেসরকারি উদ্যোগে বাংলদেশের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হলে এতে জনগণের লাভ বেশি হবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। ’

আনা উইলিয়াম বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার উন্নয়নে ভুমিকা রাখছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চায়। ’

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের মধ্য দিয়ে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

আনা বলেন, বাংলাদেশে বিনিয়োগের অবারিত সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে রয়েছে টেকসই উন্নয়নের সুযোগও। ইউরোপীয় ইউনিয়ন এ সুযোগ কাজে লাগাতে চায়।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।