ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লিবিয়া থেকে বাংলাদেশিদের সরানোর অনুরোধ জানালে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে: মরিয়ার্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১
লিবিয়া থেকে বাংলাদেশিদের সরানোর অনুরোধ জানালে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে: মরিয়ার্টি

ঢাকা: বাংলাদেশ অনুরোধ জানালে লিবিয়া থেকে বাংলাদেশিদের সরানোর ব্যাপারে সহায়তা করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ. মরিয়ার্টি।
 
সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের একথা বলেন।


 
মরিয়ার্টি বলেন, ‘লিবিয়া থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ। ’
 
তিনি বলেন, ‘তবে এ ব্যাপারে সহায়তা করতে বাংলাদেশ তাদের কাছে অনুরোধ করলে তিনি তার সরকারের কাছে তা জানাবেন। ’
 
লিবিয়ার চলমান পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে মরিয়ার্টি বলেন, ‘সেখানে অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। ’
 
তিনি বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের কারণে লিবিয়াকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে সরানোর জন্য তার সরকার কাজ করছে। ’
 
পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে দ্বিপীয় বিষয়ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মরিয়ার্টির আলোচনা হয়।
 
এদিকে বিকেলে ঢাকায় নবনিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত আব্দুল রহিম কার্জ পররাষ্ট্র সচিবের সঙ্গে সাাৎ করেন।
 
আফগানিস্তান ও বাংলাদেশের দ্বিপীয় ইস্যু ছাড়া সেদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টিও সাাৎকালীন বৈঠকে আলোচিত হয় বলে বৈঠক সূত্র জানায়।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।