bangla news

সাকার চিকিৎসার বিষয়ে চেম্বার বিচারপতির আদেশ বহাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০২-২৪ ২:০২:২৪ এএম

সালাউদ্দিন কাদের চৌধুরির চিকিৎসার বিষয়ে চেম্বার বিচারপতির দেয়া আদেশ বহাল রেখেছেন প্রধান বিচপারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ।

ঢাকা: সালাউদ্দিন কাদের চৌধুরির চিকিৎসার বিষয়ে চেম্বার বিচারপতির দেয়া আদেশ বহাল রেখেছেন প্রধান বিচপারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ।

গত ৩ জানুয়ারি হাইকোর্ট সাকা চৌধুরির চিকিৎসার আবেদনের বিষয়ে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে অথবা বিদেশের কোনো হাসপাতালে নিয়ে চিকিৎসার আদেশ দিয়েছিলেন।

৬ জানুয়ারি চেম্বার বিচারপতি হাইকোটের এ আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করেন।

পরে বৃহস্পতিবার আপীল বিভাগ চেম্বার জজ বিচারপতির স্থগিতাদেশ বহাল রেখে হাইকোটের দেয়া রুল নিস্পত্তির আদেশ দিয়েছেন।

সাকা চৌধুরির পে শুনানিতে অংশ নেন টি এইচ খান, খন্দকার মাহাবুব হোসেন সহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১২৫৮ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2011-02-24 02:02:24