ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে উদ্ধার হওয়া ৪০টি স্থলমাইন এখন নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১
ঝিনাইদহে উদ্ধার হওয়া ৪০টি স্থলমাইন এখন নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পে

ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলার আড়মুখ গ্রামে পাওয়া ৪০টি অবিস্ফোরিত স্থল মাইন উদ্ধার করে বৃহস্পতিবার নিকটস্থ নারিকেলবাড়িয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। মাইনগুলো পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির দুইটি সামরিক বক্সে আড়মুখ গ্রামের মসিউর রহমানের পুকুরপাড়ে মাটির নিচে পুঁতে রাখা ছিল।



জেলা প্রশাসক রমা রানী রায় বাংলানিউজকে জানান সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আজ কালের মধ্যে মাইনগুলো ধ্বংস করা হবে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে আড়মুখ গ্রামের লোকজন পুকুড়পাড়ে একটি বাক্সের অংশ বিশেষ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে ২টি বাক্সে পাওয়া বস্তুগুলোকে স্থল মাইন বলে শনাক্ত করে। সারারাত ওই এলাকা পাহারা দিয়ে বৃহস্পতিবার সকালে মাইনগুলো উদ্ধার করে নিকটস্থ নারিকেলবাড়িয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। স্থল মাইনগুলো খুবই শক্তিশালী বলে জানান ওসি।

জেলা পুলিশ সুপার মোঃ রাজাউল করিম জানান, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত এসব অবিস্ফোরিত মাইন পাকিবাহিনী মাটিতে পুঁতে রাখে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।