ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিডিআর বিদ্রোহ মামলা ॥

খুলনা বিশেষ আদালতে তৃতীয় দিনের শুনানি শুরু

শেখ হেদায়েতুল্লাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

খুলনা: খুলনা বিশেষ আদালত-১২তে বৃহস্পতিবার সকাল ৯টায় তৃতীয় দিনের মতো বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়েছে।

বিশেষ আদালতে সভাপতির দায়িত্ব পালন করছেন রাজশাহী সেক্টর কমান্ডার এহিয়া আজম খান।



এদিকে বুধবার ৫৯জন আসামির উপস্থিতিতে মোট ৭ জন সাক্ষীর জবানবন্দী এবং আসামিদের জেরা সম্পন্ন হয়।

ওইদিন খুলনা ২৩ রাইফেল ব্যাটালিয়ন এর বিডিআর বিদ্রোহর বিচার কাজ চলাকালে  সভাপতির কর্নেল এহিয়া আজম খানের সঙ্গে ঔদ্ধ্যত্ব মুলক আচারণ করা ও আদালত অবমাননার দায়ে  বিডিআর সিপাহী মো. ফেরদৌস ওয়াহিদকে তিনমাস কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাৎক্ষনিক ভাবে ওই রায় ঘোষণা করা হয়।

ওই দিন  থেকেই ওই সাজা কার্যকর হবে বলে আদালতে ঘোষণা দেওয়া হয়।

পরে আদালত বৃহস্পতিবার সকাল ৯টা পযন্ত মুলতবী ঘোষণা করা হয় ।

বৃহস্পতিবার  সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও সাফাই সাক্ষী গ্রহণের জন্য দিন ধার্য্য রয়েছে।

প্রথমদিনে মঙ্গলবার আদালতে ভিডিও ফুটেজ প্রদর্শনের পর সাক্ষীরা আসামিদের সনাক্ত  করেন। একই সঙ্গে আসামিরা সাক্ষীদের জেরা করার সুযোগ পাচ্ছে। প্রথম ও দ্বিতীয় দিনে আদালতে আসামিদের পক্ষে ৭জন আইনজীবী উপস্থিত ছিলেন। ওই আইনজীবীরা তাদের আসামিদের পরমার্শ দেবার সুযোগ পাবেন । তবে আদালতে আইনজীবীদের জেরা করার কোনো সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১১২৮ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad