ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে

জেলাপ্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, ফেব্রুয়ারি ২৪, ২০১১

শেরপুর: শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে।   নির্বাচনকে সামনে রেখে আদালত অঙ্গনে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

নির্বাচনে ১৫৭ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করবেন।

কার্যনির্বাহী পরিষদের ১১ পদে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সভাপতি পদে চন্দন কুমার পাল ও সাধারণ সম্পাদক পদে গোলাম কিবরিয়া বুলু এবং বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে সভাপতি পদে তৌহিদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে শাখাওয়াত উল্লাহ তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।