ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

লিবিয়ায় ৩৭ বাংলাদেশি নিহতের খবর

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১
লিবিয়ায় ৩৭ বাংলাদেশি নিহতের খবর

ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৯০০ কিলোমিটার দূরে মিসরাকা এলাকায় হামলায় ৩৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। জার্মান রেডিও ডয়চে ভেলের অনলাইন সংস্করণ (বাংলা) বুধবার সকালে এ খবর দিয়েছে।



সংবাদ মাধ্যমটি দাবি করেছে, লিবিয়ায় আটকে পড়া দুই বাংলাদেশি নাগরিক টেলিফোন করে তাদের এ তথ্য জানিয়েছেন৷

এবিষয়ে জানতে বাংলানিউজের প থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এসংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে নেই।
 
ডয়েসে ভেলে বলছে, সাইফুল ইসলাম এবং আব্দুল মজিদ নামে দুই বাংলাদেশি তাদের টেলিফোনে জানান, মিসরাকার মোকায়েমপুর এলাকার একটি কারখানায় প্রায় ৮০০ বাংলাদেশি শ্রমিক আটকা পড়েছেন৷ তাদের মধ্যে প্রায় ৩০০ শ্রমিক একটি ক্যাম্পে রয়েছেন৷ সেখানে রাতে সন্ত্রাসীরা হামলা চালায়৷ এপর্যন্ত হামলায় ৩৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন৷ আহত হয়েছেন অনেকে৷

তারা সংবাদ মাধ্যমটিকে আরও জানান, আহতদের চিকিৎসার কোন ব্যবস্থা নেই৷ আর তারা কোনো খাবার দাবারও পাচ্ছেন না৷ ত্রিপোলিতে বাংলাদেশি দূতাবাস তাদের কোনো খোঁজখবর এখনো নেয়নি৷ আর তারাও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না৷

ডয়েসে ভেলে বলছে, সাইফুল ইসলামের বাড়ি ফরিদপুর আর আব্দুল মজিদের বাড়ি নোয়াখালী৷ তারা দু`জনে সেখানে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন৷

লিবিয়াতে প্রায় ৬০ হাজার বাঙালি কর্মরত আছেন।

এদিকে বাংলাদেশি শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।   ডয়চে ভেলের সাংবাদিকের কাছে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, আমাদের প্রথম ভাবনার বিষয় হচ্ছে লিবিয়ায় কর্মরত ৬০ হাজার বাংলাদেশির নিরাপত্তার বিষয়টি। তাদের ফিরিয়ে আনার বিষয়টিও ভাবা হচ্ছে। আমাদের শ্রমিকদের নিরাপত্তার জন্য আমাদের সাধ্যমত সব কিছুই করবো।

বাংলাদেশ সময় ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।