ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিরাফিনার আত্মহননের ঘটনায় চার্চের ফাদারসহ আটক ১০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী তরুণী শিরাফিনা মার্ডির আত্মহননের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিশনের ফাদারসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ১০ টার দিকে গোদাগাড়ী থানাপুলিশ উপজেলার একটি চার্চে তাদের আটক করে।



গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত ১০টার দিকে সুনসুনিপাড়া মিশনে কৌশলে ১০ জনকে একত্রিত করার পর তাদের আটক করে থানায় আনা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শিরাফিনাকে আত্মহননে বাধ্য করার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি।

আটককৃতরা হলেন সুনসুনি পাড়া খ্রিস্টান মিশনের ফাদার বার্নাড টুডু (৪৫), শিমলাগ্রামের সাঁওতাল পরগনার প্রধান বিশ্বনাথ টুডু (৭০), সুনসুনি পাড়ার সৃষ্টি টুডু (৫৬), আমতলী গ্রামের যতিন হেমরন (৪৬), মুনির মুরমু (৫০), মবিন হেমরন (৫৪), আমিন মুরমু (৫০), শামুইল মারান্ডি (৪৫), পরেশ মুরমু (৪৫) ও মহালাইন গ্রামের বিশ্বনাথ টুডু (৫০)।

গত বছরের ৪ এপ্রিল ইস্টার সানডের অনুষ্ঠানের রাতে গোদাগাড়ী উপজেলার আমতলী আদিবাসী পল্লীর ৯ যুবক শিরাফিনাকে অপহরণ করে নির্জন পুুকরপাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ওই সময় শিরাফিনার বাবা মামলা করলেও প্রভাশালীদের চাপে মামলা তুলে নিতে বাধ্য হন। এরপর ধর্ষকরা আবারও শিরাফিনাকে উত্যক্ত করলে গত ১৮ ফেব্রুয়ারি নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় শিরাফিনা। ২০ ফেব্রুয়ারি রাতে সে মারা যায়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।