ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সংঘর্ষের জের: রুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীরা অবরুদ্ধ

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১
সংঘর্ষের জের: রুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীরা অবরুদ্ধ

রাবি: শহীদ মিনারের বেদীতে পা রাখাকে কেন্দ্র করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় রুয়েটের শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী।

শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানের বাইরে বের হলেই এলাকাবাসী তাদের ওপর চড়াও হচ্ছে বলে খবর পাওয়া গেছে।



মতিহার থানার পুলিশ জানায়, রুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর রাতে মামুন ও মুরাদ নামে দুই ছাত্রকে মারধর করেছে এলাকাবাসী। ওই ছাত্ররা হল থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেলে রাতের খাবার খেতে যাচ্ছিল।

এর আগে দুপুরের সংঘর্ষের ঘটনায় রুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

রুয়েট উপাচার্য ড. সিরাজুল করীম চৌধুরীর সভাপতিত্বে বুধবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই সঙ্গে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে সকল আবাসিক হল ছাড়তে ছাত্রছাত্রীদের নির্দেশ  দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার দুপুর থেকে শুরু হয়ে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।