ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

এনার্জি ফোরামের সদস্য হলো বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

ঢাকা : ইন্টারন্যাশনাল এনার্জি ফোরামের (আইইএফ) সদস্য হিসেবে অনুমোদন পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশন্যাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত এক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিশ্বের সবচেয়ে বড় ৮৫টি তেল উৎপাদক ও  ভোক্তা দেশ এ চার্টার অনুমোদন করে।

বাংলাদেশের পে চার্টারে স্বার করেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। জ্বালানি মন্ত্রলালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী। তিনি সংযুক্ত আরব আমিরাতের তেলমন্ত্রী মোহাম্মদ ধাইন আল হামলির সঙ্গে সাাৎ করেছেন। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া জ্বালানি উপদেষ্টা সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহারাইনের তেলমন্ত্রীদের সঙ্গে দ্বিপাকি স্বার্থ-স্বংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন বলে জ্বালানি মন্ত্রণালয়ের উর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন।

বাংলাদেশ সময় : ২১১০, ফেব্রুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।