ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছাতকে দুর্বৃত্তদের দায়ের কোপে কিশোরী খুন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে দুর্বৃত্তদের দায়ের কোপে এক সংখ্যালঘু কিশোরী খুন হয়েছে। উপজেলার জাউয়া ইউনিয়নের হাবিদপুর গ্রাম মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ডলি রানী (২৬) নামে আরেকজন আহত হয়েছেন।

নিহত কিশোরীর নাম মিলি রানী দাস (১৭)। সে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দিথিয়ারদেহী গ্রামের পরিন্দ্র দাসের মেয়ে এবং একই গ্রামের জয়দেব তালুকদারের স্ত্রী ডলি রানী তালুকদারের বাসায় ঝিয়ের কাজ করতো।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বাংলানিউজকে জানান, মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে হাবিদপুর গ্রামে ডলির ভাড়া বাসায় একদল দুর্বৃত্ত ঘরের জানালা ভেঙে ডলি রানী ও কাজের মেয়ে মিলি রানীকে দা দিয়ে কুপিয়ে আহত করে। আহতদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, গুরুতর অবস্থায় তাদের সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিলি মারা যায়। আহত ডলি রানী তালুকদার (২৬) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডলি গ্রামীনব্যাংক ছাতক উপজেলার জাউয়াবাজার শাখায় চাকরি করেন।

ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধবার বিকেল পৌনে ৫টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।