ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীর বাড্ডায় রাজউকের জমিতে ক্লাব নির্মাণ নিয়ে বন্দুকযুদ্ধ ঠিকাদার গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

ঢাকা : রাজধানীর বাড্ডা ডিআইটি প্রকল্প এলাকায় রাজউকের জমি দখল করে কাব নির্মাণকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে  দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে।

প্রায় ৩০ মিনিট ধরে থেমে থেমে চলা গোলাগুলির ঘটনায় হারুনর রশীদ (৩৮) নামে একজন ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দুকযুদ্ধে উভয় গ্রুপের আরও ৩ জন গুলিবিদ্ধ হলেও তারা অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাড্ডা থানার ওসি মজিবুর রহমান জানান, মঙ্গলবার বিকেল পৌণে ৪টার দিকে ওই এলাকার বিএনপি নেতা চঞ্চল ও আলমগীরের লোকজন ক্লাব তৈরির নামে ডিআইটি প্রকল্পের একটি খালি জায়গা দখলের চেষ্টা চালায়। এ সময় আওয়ামী লীগ নেতা হারুনের সমর্থকরা বাধাঁ দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া - পাল্টা ধাওয়া ও গোলাগুলি চলে।
 
গুলিবর্ষণের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বাসিন্দারা ভয়ে ছোটাছুটি করতে থাকেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ওসি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অস্ত্রবাজদের গ্রেপ্তারের জন্য পুরো এলাকা জুড়ে র‌্যাব-পুলিশের অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময় : ০১৩৭ ঘন্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ