ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ইয়াবা ব্যবসা

নারীকে দেড় বছর ও যুবককে ১বছরের কারাদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

গাজীপুর : ইয়াবা ব্যবসার অভিযোগে গাজীপুরে  এক নারীকে  দেড় বছর ও এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

দন্ডপ্রাপ্ত নূরজাহানের স্বামীর নাম আ. হামিদ।

বাড়ি গাজীপুর সদর উপজেলার জাঝর (পূর্বপাড়া)।  

আক্তার হোসেনের পিতার নাম আবুল কাসেম। বাড়ি একই উপজেলার ভারারুল গ্রামে। মঙ্গলবার বিকেলে র‌্যাব সদস্যরা ইয়াবা ট্যাবলেটসহ তাদের নিজ নিজ বাড়ি থেকে  আটক করে।

র‌্যাব-১এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক মো. আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল পৌণে ৬টার দিকে আটককৃতদের বাড়িতে অভিযান চালানো হয়।

 নূরজাহানের কাছ থেকে ২০ পিস এবং  আক্তার হোসেনের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্যা প্রমান শেষে মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন  দন্ডাদেশ দেন।
 
বাংলাদেশ সময় : ১২৩৫ ঘন্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।