ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তিন হিজবুত তাহরীর কর্মী তিন দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের তিন সদস্যকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
সোমবার রাতে সরকার বিরোধী পোস্টার লাগানোর সময় সিদ্ধেশ্বরী বালুর মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সরকারবিরোধী পোস্টার জব্দ করা হয়।

আসামিরা হলেন, মো. মহিন উদ্দিন, মাসুদ রানা ও তৌফিক আহম্মেদ ওরফে হাসান ওরফে রিয়াদ।

মহিন উদ্দিন গত বছর নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেছে, তৌফিক স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ২য় বর্ষের ছাত্র এবং মাসুদ রানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশের উপপরিদর্শক জাকির হোসেন আসামিদের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন।

মহানগর হাকিম কেশব রায় চৌধুরী শুনানি শেষে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনায় রমনা থানা পুলিশের উপপরিদর্শক এমএ জলিল বাদী হয়ে রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন।

ঊাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।