ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাস-টেম্পু সংঘর্ষে নিহত ৬

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাস-টেম্পু সংঘর্ষে নিহত ৬

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে বাস ও সিএনজিচালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহত হয়েছেন।

কসবার শান্তিপুর গ্রামে সন্ধ্যা পৌনে ৬টায় এ দুর্ঘটনাটি ঘটে।

এ সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন এবং হাসপাতালে আনার পর অপর ১ জন মারা যান।

নিহত সবার বাড়ি কসবা উপজেলা সদরে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার ওসি হাম্মাদ হোসেন এবং প্রত্যদর্শী আলীজাকিরবাংলানিউজকে জানান, সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত টেম্পু কুমিল্লার দিকে যাওয়ার পথে বিপরিত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হলে এ ঘটনা ঘটে।

নিহত ৬ জনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন কসবা লোপাড়ার নাঈম (২২) এবং সিএনজিচালক নূরুল ইসলাম (৪৫)। বাকি ৪ জনের মধ্যে মহিলা ও শিশু রয়েছে।

তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের ২ জনের লাশ কসবা থানায় এবং ৪ জনের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।