ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আপিল বিভাগে ৪ বিচারপতি নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চারজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।



নিয়োগপ্রাপ্তরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো: ইমান আলী।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘শপথ নেওয়ার দিন থেকে উল্লেখিত বিচারপতিদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করা হলো। ’

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত মতা বলে এই নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।