ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে পিস্তলসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় দেশি পিস্তলসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

শরীফ (২৫) নামে ওই যুবক স্থানীয় মৃত আবুল হোসেনের পুত্র।

সোমবার বেলা দুইটায় হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জনতা তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত শরীফের বড় ভাই আরিফ হোসেন জানান, রোববার রাতে ধনুয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড থেকে তেল পাচারে বাধা দিয়েছিল তার ভাই শরীফ। এরই জের ধরে সোমবার দুপুরে প্রতিপক্ষের সফিক মোড়ল গ্রুপের লোকজন চক্রান্ত করে  শরীফের কাছে  কৌশলে অবৈধ অস্ত্র  রেখে তাকে পুলিশে ধরিয়ে দেয়।

তবে শ্রীপুর থানার ওসি (তদন্ত) আ. মোতালেব জানান, সফিক মোড়ল ও শরীফের মধ্যে দীর্ঘ দিন ধরেই ব্যবসায়িক দ্বন্দ্ব চলছিল। এ বিরোধের জের ধরেই সোমবার দুপুরে শ্রীপুরের এমসি বাজার এলাকায় সফিক মোড়লকে লক্ষ্য করে শরীফ গুলি ছোঁড়ে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলে এলাকাবাসি তাকে আটক করে পুলিশে দেয়।

শ্রীপুর মডেল থানার সহকারী পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা জানান, যুবকের হাতে পিস্তল রাখার অভিযোগে উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে বাস্তব ঘটনা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad