ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উদ্বোধনের ক’ঘণ্টা পরই ভাঙচুর শহীদ মিনারের নাম ফলক

কাওছার হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১
উদ্বোধনের ক’ঘণ্টা পরই ভাঙচুর শহীদ মিনারের নাম ফলক

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারের নাম ফলক ভেঙ্গে ফেলেছে দুবৃত্তরা।

নব নির্মিত শহীদ মিনারের নাম ফলকটিতে উদ্বোধক হিসেবে মো. মনিরুল ইসলাম এমপি, মুক্তিযুদ্ধে শহীদ ও শহীদ মিনার বাস্তবায়ন কমিটি সদস্যদের নাম ছিলো।



একুশের প্রথম প্রহরেই সেটা ভাঙা হয়।

প্রত্যদর্শীরা বাংলানিউজকে জানান, রোববার রাত ৮টায় পৌর শহরের ঐতিহাসিক বেলতলায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন বরিশাল-২ আসনের এমপি মো. মনিরুল ইসলাম।

মধ্যরাতের পর অজ্ঞাত পরিচয় দুবৃত্তরা কেন্দ্রীয় শহীদ মিনারের নাম ফলকটি ভেঙ্গে ফেলে।

এ সময় দুবৃত্তরা বন্দর বাজার সংলগ্ন ফেরি ঘাট সড়কে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ভিত্তিফলকও ভেঙ্গে ফেলে। এ ফলকেও উদ্বোধক হিসেবে নাম ছিলো মনিরুল ইসলাম এমপির।

এ ঘটনায় কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালনকারী শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি এস. মিজানুল ইসলাম থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। যার নং ৭৬৫।

জিডিতে তিনি অভিযোগ করেন- অনুষ্ঠান শেষে রাত পৌনে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিনি প্রবেশ করলে উপজেলা যুবলীগ নেতা মনির মোল্লার নেতৃত্বে একদল যুবক তাকে গালাগাল করেন।

এর আগে রাত ৯টায় বন্দর প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এমপির গাড়ি চালককে গালাগাল দেন তারা।

তার সন্দেহ এরাই নামফলক ভেঙ্গে ফেলেছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘ভোর রাতে কে বা কারা নাম ফলক ভেঙ্গে ফেলেছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। ’

শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সদস্য সচিবের জিডির বিষয়টি এড়িয়ে যান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।