ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টুম্পা অপহরণ ও হত্যা মামলার ২ আসামি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

ঢাকা: টুম্পা অপহরণ ও হত্যা মামলার সন্দেহভাজন দুই আসামি সাঈদুর রহমান ও নুরুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

নতুন করে রিমান্ডের আবেদন না থাকায় সোমবার ঢাকা মহানগর হাকিম শামীমা পারভীন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



এদিন আসামিদের জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় ৬/৪ সেগুনবাগিচার বাসা থেকে টুম্পাকে অপহরণ করা হয়।

এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি টুম্পার বাবা আমানত উল্লাহ বাদী হয়ে শাহাবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অপহরণ মামলা দায়ের করেন।

পরবর্তীতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল বটতলা এলাকার একটি জলাশয় থেকে টুম্পার লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, মামলার এজহারভুক্ত একমাত্র আসামি টুম্পার কথিত প্রেমিক সাঈদুর রহমানকে পাঁচ দিন ও নুরুল হককে তিন দিনের রিমান্ডে নেয় শাহবাগ থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad