ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে নববধুসহ ২ জনের আত্নহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে রোববার রাতে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। তার নাম মুক্তা সরকার (২৩)।



কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন জানান, গ্রামের নিরঞ্জন সরকারের মেয়ে মুক্তা সরকারের সঙ্গে প্রায় দু’ মাস আগে রাজবাড়ি সদর উপজেলার বিপ্লব সাহার বিয়ে হয়। কালিয়াকৈর বাজারে বিপ্লবের মোবাইল সার্ভিসিংয়ের ব্যবসা রয়েছে।

তিনি আরও জানান, রোববার রাতে মুক্তা ঘরের ধরনার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেন। রাত ৩টার দিকে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাম্পত্য কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ওসি জানিয়েছেন।  

এদিকে টঙ্গীর পাঠান পাড়া এলাকায় রোববার রাতে আজাহার আলী (২০) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছেন।

তিনি শেরপুর জেলার শ্রীবর্দি থানার হালগড়া গ্রামের মৃত মো. আব্দুলের ছেলে।

নিহতের মা নাজমা জানান, তার ছেলে মানসিক প্রতিবন্ধী ছিল। রোববার রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে।

টঙ্গী থানার ওসি গাজী রুহুল ইমাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।