ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে ফেনসিডিলসহ চার রেলওয়ে পুলিশ আটক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

জয়পুরহাট: জয়পুরহাট জেলার পাঁচবিবি রেলওয়ে স্টেশনে চার রেলওয়ে পুলিশকে সোমবার আটক করেছে চোরাচালানীবিরোধী টাস্কফোর্স।

এসময় তাদের কাছে থেকে ৮৩ বোতল ফেনসিডিল ও ১৩৫ কেজি পোস্তদানা উদ্ধার করা হয়।



টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত মোহাম্মদ রফিক বাংলানিউজকে জানান, সোমবার সকাল ৮টায় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনে তল্লাশি চালিয়ে রেলওয়ে পুলিশের চার সদস্যের ব্যাগ থেকে ৮৩ বোতল ফেনসিডিল ও ১৩৫ কেজি পোস্তদানা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন সান্তাহার জিআরপি থানায় কর্মরত কনেস্টবল হারুন-অর রশিদ, শহিদুর রহমান, আব্দুল খালেক ও সাইফুল ইসলাম। তাদেরকে সান্তাহার জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।