ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বসবাসের অনুপযোগী শহরের মধ্যে দ্বিতীয় ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১
বসবাসের অনুপযোগী শহরের মধ্যে দ্বিতীয় ঢাকা

ঢাকা: বিশ্বে বসবাসের অনুপযোগী শহরগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। গতবছরও ঢাকা একই অবস্থানে ছিলো।

এ তালিকায় প্রথম স্থানে রয়েছে জিম্বাবুয়ের রাজধানী হারারে।

দ্য ইকোনমিস্ট সাময়িকীর ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট তাদের বার্ষিক জরিপে এ তথ্য দিয়েছে। স্বাস্থ্য, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা, ব্যক্তিগত নিরাপত্তা, জীবনমানের অবস্থানের মতো ৩০টি বিষয়কে সূচক ধরে এ জরিপ পরিচালনা করেছে তারা।  

জরিপ অনুয়ায়ী বিশ্বের বসবাস উপযোগী শহরগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে কানাডার উপকূলীয় শহর ভ্যাংকুভার। এ নিয়ে শহরটি টানা পঞ্চমবারের মতো প্রথম স্থান অধিকার করলো। আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও অস্ট্রিয়ার ভিয়েনা।  

উল্লেখ্য, বসবাসের উপযোগী প্রথম দশটি দেশের মধ্যে সাতটি শহরই অস্ট্রেলিয়া (৪টি) এবং কানাডার (৩টি)।  

১৪০ শহরের উপর পরিচালিত এ জরিপে গত বছরের ফলাফলের সঙ্গে এ বছরের ফলাফলে তেমন কোনো হেরফের  হয়নি।

জরিপের ফলাফলে দেখা যায়, উন্নত দেশগুলোর কম জনসংখ্যা অধ্যূষিত মাঝারি আকারের শহরগুলো বসবাসের উপযোগী শহরের তালিকায় ওপরের দিকে রয়েছে। প্রতিবেদনে এশিয়ার শহরগুলোর মধ্যে সবচেয়ে ওপরের দিকে রয়েছে জাপানের ওসাকা। এর অবস্থান ১২ তম।

এ তালিকায় সবচেয়ে বসবাস উপযোগী প্রথম দশটি শহর হলো- ভ্যাংকুভার (কানাডা), মেলবোর্ন (অস্ট্রেলিয়া), ভিয়েনা (অস্ট্রিয়া), টরন্টো (কানাডা), ক্যালগ্যারি (কানাডা), হেলসিংকি (ফিনল্যান্ড), সিডনি (অস্ট্রেলিয়া), পার্থ (অস্ট্রেলিয়া), অ্যাডিলেইড (অস্ট্রেলিয়া) এবং অকল্যান্ড (নিউজিল্যান্ড)।

সবচেয়ে অনপুযোগী ১০টি শহর হলো- হারারে (জিম্বাবুয়ে), ঢাকা (বাংলাদেশ) পোর্ট মোরেসবি (পাপুয়া নিউগিনি), লাগোস (নাইজেরিয়া), আলজিয়ার্স (আলজেরিয়া), করাচি (পাকিস্তান), দুয়ালা (ক্যামেরুন), তেহরান (ইরান), ডাকার (সেনেগাল) এবং কলম্বো (শ্রীলঙ্কা)।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।