ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

পাবনা: পাবনায় সোমবার সকালে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করেছে।

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে চার কেজি তিনশ’ গ্রাম গান পাউডার এবং চার কেজি তিনশ’ গ্রাম সালফার।



র‌্যাব-১২ ডিএডি মো. বদরুল আলম জানান, সকাল ১১টার দিকে সদর উপজেলার সাতমাইল ঈদগাঁ মাঠের সামনে চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। এ সময় নবেল পরিবহনের (বগুড়া-জ-১১-০০৯১) ছাদে পরিত্যক্ত অবস্থায় বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গাড়ির চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।