ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আর্থিক হিসাবে গড়মিল তদন্তে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

ঢাকা: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বর্তমান ও গত বছরের বার্ষিক আয়ে বড় ধরনের গড়মিলের ঘটনার কারণ নির্ণয় এবং দায়ী ব্যক্তিদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা করেছে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি।

রোববার শাহবাগ থানায় সমিতির সুপারিন্টেনডেন্ট নিমেশ চন্দ্র দাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



গত ৯ ফেব্রুয়ারি সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী মামলাটি দায়ের করা হয়।

হিসাবের বড় ধরনের গড়মিলের অভিযোগে ইতোমধ্যেই সমিতির দুই কর্মচারীকে চাকুরিচ্যুত করা হয়েছে।

এরা হলেন অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন ও পিওন শফিকুল ইসলাম। গত ১১ জানুয়ারি তাদের চাকুরিচ্যুত করা হয়।

বাংলাদশে সময়: ১৫৫৮ ঘণ্টা, ফের্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।