ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে র‌্যাব-পুলিশ পরিচয়ে বাড়ি দখলের চেষ্টা, গ্রেপ্তার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানাধীন কালামিঞা বাজার এলাকায় পুলিশ ও র‌্যাবের পরিচয়ে একটি বাড়ি দখলের চেষ্টাকালে পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে শাহজাহান, জসিমউদ্দিন, আশরাফুল হক সৌরভ, দিদার, নুরু মিঞা।

তাদের কাছ থেকে কিরিচ, রাম দা’সহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে ভাড়া করা অর্ধশতাধিক লোক নিয়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র এবং  লাঠিসোটা নিয়ে সৈয়দ হোসেনের বাড়িতে ভাংচুর করে এবং ভাড়াটিয়াদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালায়।

সিএমপি’র কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার জেদান আল মুসা বাংলানিউজকে জানান, সন্ত্রাসীরা র‌্যাব-পুলিশ ও ম্যাজিস্ট্রেটের পরিচয়ে বাড়িটি দখলের চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পাঁচজনকে গ্রেপ্তার করে।
   
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর মাহমুদ জানান,  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ