ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে জমিজমা নিয়ে সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

ঝিনাইদহ: জমিজমা সংক্রন্ত ঘটনার জের ধরে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার পেশীনগর গ্রামে তৈয়ব আলী (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

হরিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, শনিবার সকাল ১০টার দিকে পেশীনগর গ্রামের আহম্মদ আলী বিশ্বাসের দুই ছেলে তৈয়ব আলী ও ওমেদ আলীর মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ হয়।



সংঘর্ষের সময় বড়ভাই ওমেদ আলী, তার ছেলে আব্দুল হাকিম ও জুলফিকার এবং জুলফিকারের স্ত্রী জামিলা তৈয়ব আলীকে লাঠি দিয়ে এলাপাতাড়ি আঘাত করে।

এতে গুরুতর আহত তৈয়বকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সন্ধ্যা পৌনে ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৈয়ব আলী।

তৈয়বের মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে পেশীনগর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সন্ধ্যায় সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এ ব্যাপারে হরিনাকুণ্ডু থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।