ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খিলগাঁওয়ে অগ্নিকাণ্ডে কাঁচাঘর ও রিকশা ভস্মীভূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১
খিলগাঁওয়ে অগ্নিকাণ্ডে কাঁচাঘর ও রিকশা ভস্মীভূত

ঢাকা: খিলগাঁও থানাধীন বাসাবো এলাকায় শনিবার বিকেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০টি কাঁচাঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দমকল বাহিনী সূত্রে জানা যায়।



দমকল নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, খিলগাঁও টেম্পু স্ট্যান্ডের পাশে ১/১ নং বাসাবো বস্তিতে শনিবার বিকেল পাঁচটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে দমকল সদর দপ্তর এবং খিলগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘন্টার মধ্যে আগুন নেভায়। চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দমকল নিয়ন্ত্রণকক্ষ সূত্রে আরও জানা যায়, অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ কাঁচাঘর এবং একটি রিকশা গ্যারেজে থাকা ১৫-২০টি রিকশা পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।