ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বান্দরবান: পার্বত্য জেলা বান্দরবানের নাই্যংছড়ি উপজেলায় শনিবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছে।

লেম্বুছড়ি এলাকায় ইট পৌঁছে দিয়ে ফেরার পথে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান স্থানীয়রা।



স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই লেম্বুছড়ির কমর উঠানি এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলে শ্রমিক আবুল কাশেম (৫০) এবং আবদুর রশিদ (৫৮)  নিহত হন।

এ ঘটনায় আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান শ্রমিক নুরুল আলম (২০)।

দুর্ঘটনায় আহত শ্রমিক নজির আহম্মদ ও অজ্ঞাত আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বাংলানিউজকে জানায়, নজির আহম্মদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার হাসপাতালে এবং অজ্ঞাত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

নাই্যংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা পৌঁছার আগেই অন্য একজনের লাশ স্বজনরা নিয়ে যায়। ’

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।