ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিঁখোজ হওয়ার ১৫ দিন পর বাউফলে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বাউফল সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাউফল(পটুয়াখালী): নিখোঁজ হওয়ার ১৫ দিন পর পটুয়াখালীর বগা ইউপির দাউরাভাঙ্গা গ্রামের আবদুল কাজী বাড়ির রাস্তার দণি পাশের ডোবা থেকে জামাল উদ্দিন (২০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বাউফল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত  ৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালে গলাচিপা উপজেলার পশ্চিম কালিকাপুর গ্রামের ইসমাইল মুসল্লীর ছেলে জামাল উদ্দিন তার ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।



অনেক খোঁজাখুজির পরেও তার খোঁজ না পেয়ে গত ৬ ফেব্রুয়ারি জামালের বড় ভাই শাহাবুদ্দিন মুসল্লী গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে শনিবার দুপুর আড়াইটার দিকে এলাকাবাসী কাজী বাড়ির রাস্তার দণি পাশের ডোবায় জামারের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীল মনি চাকমা বাংলানিউজকে বলেন, মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার জন্যই তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্র“য়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।