ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে ট্রাক চাপায় যুবলীগ নেতার মৃত্যু: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শ্যাওরাতলী নামক স্থানে শনিবার দুপুরে ট্রাক চাপায় বাহুবল উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল মিয়া (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি পুড়িয়ে দেয় এবং দেড় ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে।



বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে ১২টায় ওই স্থানে সিলেটগামী ইটবাহী ট্রাক (সিলেট ড-১২-১৩৯৫) পেছন থেকে মোটরসাইকেল আরোহী সোহেল মিয়াকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জেলা আওয়ামী লীগ নেতা ও মরহুম এমপি দেওয়ান ফরিদ গাজীর পুত্র শাহনেওয়াজ মিলাদ গাজী বাংলানিউজকে বলেন, গুরুতর আহত সোহেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুর পৌনে ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উত্তেজিত জনতা দুপুর ২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে এবং ট্রাকটি পুড়িয়ে ফেলে।

খবর পেয়ে বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, হাইওয়ে থানার ওসি শেখ আলী ফরিদ ও বাহুবল থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করেন। তাদের অনুরোধে জনতা অবরোধ তুলে নেয়।

দারোগা জিয়া উদ্দিন আহমেদ জানান, নিহত সোহেল মিয়া বাহুবল উপজেলার মীরেরপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান পেটল মিয়ার পুত্র।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।