ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আলমডাঙ্গায় ৭০ রাউন্ড গুলিসহ মহিলা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ায় র‌্যাব ও পুলিশ যৌথ অভিযানে শনিবার দুপুরে ৭০ রাউন্ড গুলিসহ মুকুলি বেগম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আলমডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়।



পুলিশ জানায়, আলমডাঙ্গা পৌর এলাকার মসজিদ পাড়ার পুলিশ কনস্টেবল আবদুর রহমানের স্ত্রী মুকুলি বেগম ও তার ছেলে ইমরান (১৯) গত দুই বছর ধরে অস্ত্র ও গুলির ব্যবসা করে আসছেন। শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে মুকুলির ঘরের আলমারির ড্রয়ার থেকে কাপড়ে মোড়ানো রিভলবারের ৭০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

মুকুলি বেগমের স্বামী পুলিশ কনস্টেবল আবদুর রহমান কুষ্টিয়া আদালতে কর্মরত।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, মা-ছেলে দীর্ঘ দিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছে। ইমরানকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

তাদের দুজনের বিরুদ্ধে অন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।