ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুষণমুক্ত নগর গড়তে মানুষের অভ্যাস পাল্টাতে পরিবেশ প্রতিমন্ত্রীর আহবান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১
দুষণমুক্ত নগর গড়তে মানুষের অভ্যাস পাল্টাতে পরিবেশ প্রতিমন্ত্রীর আহবান

চট্টগ্রাম: বন ও পরিবশে প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ দুষণমুক্ত নগর গড়তে মানুষের অভ্যাস পাল্টানোর আহবান জানিয়েছেন।

চট্টগ্রামে শনিবার পরিবেশ অধিদপ্তরের ‘থ্রি-আর বর্জ্য ববস্থাপনা প্রকল্পের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।



নাসিরাবাদ হাউজিং সোসাইটি মাঠে বেলুন উড়িয়ে প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

হাসান মাহমুদ যত্রতত্র বর্জ্য ফেলার প্রবণতার সমালোচনা করে বলেন, চালচলনে আমরা নিজেদের শিক্ষিত বলে দাবি করলেও বর্জ্য ফেলার ক্ষেত্রে এখনো মধ্যযুগীয় আচরণ করছি।

তিনি আরও বলেন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া উন্নত নগর গঠন সম্ভব হবে না। নিজেদের অভ্যাস না বদলালে, জনগণ সচেতন না হলে শহর পরিস্কার রাখা সম্ভব হবে না।

থ্রি-আর প্রকল্পের আওতায় বর্জ্যকে পুন:ব্যবহার করে ১৫ টন জৈব সার তৈরির এই  উদ্যোগকে কার্বন বাণিজ্যের আওতায় আনা হবে বলে জানান পরিবশে প্রতিমন্ত্রী।   এতে প্রচুর পরিমান  বৈদেশিক মুদ্রা আয় করা যাবে।

পর্যায়ক্রমে দেশের ১০টি ছোট শহরে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম বলেন, সবুজ নগরী গড়তে নীতিমালা প্রণয়নের পাশাপাশি তা বাস্তবায়ন করা হচ্ছে। খুব শিগগিরই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল তৈরি করে বর্জ্য ব্যবস্থাপনাকে  আইনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক বন ও পরিবশে মন্ত্রনালয়ের যুগ্ম সচিব অপরুপ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মনজুর-ই ইলাহী ওমানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদুত নুরুল আলম চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ