ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

ঢাকা: বাংলাদেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। শনিবার ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের উচ্চ পর্যায়ে এ রদবদল করা হয়।

 

সূত্র জানায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. আব্দুর রহিমকে বরিশাল রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব), বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিনয়কৃষ্ণ বালাকে রংপুর রেঞ্জের ডিআইজি, র‌্যাব হেডকোয়ার্টারের পরিচালক সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি মোশারফ হোসেন চৌধুরীকে পুলিশের বিশেষ শাখার ডিআইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি সোহরাব হোসেনকে রেলওয়ে পুলিশের ডিআইজি, নারায়ণগঞ্জের পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার উপ-কমিশনার লুৎফর রহমানকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, সিআইডি বিশেষ পুলিশ সুপার রফিকুল ইসলামকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ইমিগ্রেশনের বিশেষ পুলিশ সুপার আওরঙ্গজেব মাহবুবকে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, কক্সবাজার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, গাজীপুর পুলিশ সুপার এসএম মাহফুজুল হক নুরুজ্জামানকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অধিনায়ক আব্দুল্লাহ আল আজাদ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পদে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad