ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টিএসসিতে বাংলাদেশ বন্দনা

দেবোত্তম কুমার দেবনাথ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

ঢাকা: বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। সারাদেশের মতো তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র টিএসসিতে শুরু হয়েছে বাংলাদেশ বন্দনা।

টিএসসিতে দেওয়া হয়েছে বড় পর্দা। আর তারই সামনে জড়ো হয়েছে হাজার হাজার ক্রিকেট পাগল তরুণ-তরুণী।

তাদের অপেক্ষা শুধু বাংলাদেশর আরো একটি জয় দেখার। সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দলকে একটি শক্ত প্রতিপক্ষ হিসাবেই দেখছে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর ঢাবির ছাত্রদের মধ্যে তাই চিরায়ত উত্তেজনা।

মাথায় বাংলদেশের পতাকা বেঁধে হাতে বাংলদেশর পতাকা নিয়ে চলছে তাদের বাংলাদেশের জন্য প্রার্থনা।

তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় তারা বাংলাদেশের জয় ছাড়া আর কিছুই আশা করে না। তাদের মুখে বাংলদেশের জয়ধ্বনি।

সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপ যেন হয়ে উঠেছে দ্বিতীয় মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম।    

পথে পথে ছাত্রদের পতকা মিছিল আর ভুভুজেলার শব্দে মুখরিত হয়ে উঠেছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।