ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরার দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ২৫

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

মাগুরা: রাস্তার মাটি কেটে ঘর তৈরিকে কেন্দ্র করে করে শনিবার সকালে মাগুরার শত্রুজিৎপুর গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

মাগুরা সদর হাসপাতালে ভর্তি হওয়া আহত গ্রামবাসী মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিকে ওই গ্রামের মজিদ মাতব্বরের দলের নূর ইসলাম ও তার পরিবারের লোকজন রাস্তা থেকে মাটি কেটে তাদের বাড়ির একটি ঘরের ভিটা তৈরির কাজ শুরু করে।

এতে বাধা দিতে গেলে ফাতেমাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ ঘটনার প্রতিবাদ জানালে তারা হামলা চালায়।

শত্রুজিৎপুর গ্রামের মনিরুল ইসলাম (২০) বাংলানিউজকে জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

শত্রুজিৎপুর পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক জাহিদ হোসেন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের দু’গোষ্ঠির মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই পরিপেক্ষিতে সকালে তারা সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ