ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাপাহারে বিল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার ডুমরইল বিলে মাছ ধরতে গিয়ে শনিবার সকালে শামসুদ্দীন ওরফে কালু (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জেলেরা।

নিহতের পিতা উপজেলার আইহাই ইউনিয়নের মালিপুর গ্রামের তৈয়ব উদ্দীন বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে কাউকে কিছু না বলে সামছুদ্দীন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

পরে শনিবার সকাল ১০টার দিকে ডুমরইল বিলে মাছ ধরতে থাকা জেলেদের জালে তার লাশ আটকা পড়ে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বাংলানিউজকে বলেন, ‘সকালে আইহাই ইউনিয়নের চেয়ারম্যান আমাকে ডুমরইল বিলের পানিতে ডুবন্ত অবস্থায় সামসুদ্দীনের লাশ উদ্ধার করেছে জেলেরা। তবে এটি কোনও হত্যাকাণ্ড নয়। ’

অতিরিক্ত মদ পান করার কারণে কালুর এভাবে মৃত্যু হয়েছে উল্লেখ করে ওসি জানান, নৌকায় বিল পার হবার সময় পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ব্যপারে পরিবারের প থেকে কোনও অভিযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।