ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভুল কাউন্টডাউন!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১
ভুল কাউন্টডাউন!

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর বল মাঠে গড়ানোর সময় নির্ধারণ হয়েছে আরও আগে। বাংলাদেশে ঘড়িঘণ্টায় এ সময় ১৯ ফেব্রুয়ারির দুপুর ২ টা ৩০ মিনিট।

আর বিশ্বকাপের সময় কাউন্টডাউন (ক্ষণগণনা) এবছর একটি আলোচিত বিষয় ছিলো। ঘটা করে কাউন্টডাউনের ঘোষণাও দেয় বিসিবি। সংবাদ মাধ্যমগুলোতেও কাউন্টডাউন দেখানো হচ্ছে। অনলাইন মিডিয়া হিসেবে বাংলানিউজও এ কাউন্টডাউন করছে। সে হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২টায় মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিট বাকি ছিলো খেলা শুরু হতে। কিন্তু ঠিক ওই সময়টিতে রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ানবাজারে সার্ক ফোয়ারা মোড়ে বসানো কাউন্টডাউন ঘড়িতে দেখানো হচ্ছিলো খেলা শুরু হতে বাকি ১২ ঘণ্টা, ০৯ মিনিট ০৫ সেকেন্ড। বিশ্বকাপ ক্রিকেটের মাসকাট স্ট্যাম্পির ব্যাটের ওপর ডিজিটাল ঘড়িতে দেখানো হচ্ছে এই কাউন্টডাউন টাইম।

শনিবার দুপুর ১২টায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর নয়ন কুমারের তোলা এই ছবিই বলে দিচ্ছে ভুল ছিলো এই কাউন্টডাউন ।

বাংলাদেশ সময় ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।