ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হিলি বিজিবি ক্যাম্প পরিদর্শন করলেন বিএসএফ মালদা সেক্টর আইজি

হিলি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মালদা সেক্টরের নব নিযুক্ত আইজি অশোক কুমার।

শনিবার বেলা ১১টায় তিনি চেকপোস্ট গেট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এসময় জিরো পয়েন্ট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহম্মেদ তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এসময় উভয় বাহিনীর স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।

বিএসএফ আইজি অশোককে বিজিবি ৩ ব্যাটালিয়নের একটি দল গার্ড অব অনার প্রদান করে। পরে বিএসএফ আইজি হিলি সিপি হেড ক্যাম্পের সামনে একটি পাম গাছের চারা  রোপন করেন।

অশোক কুমার সাংবাদিকদের জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

                                
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।