ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ৫, আহত ৩০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১
যশোরে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ৫, আহত ৩০

যশোর: যশোরের রাজারহাট রেল ক্রসিং-এ ট্রেন ও বাসের সংঘর্ষে চারজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

শনিবার ভোরে রাজারহাট রেল ক্রসিং অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।



কোতোয়ালী থানার ওসি মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস রাজারহাট রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি দ্রুত বেগে বাসটিকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় বাসটি রাস্তা থেকে প্রায় ১০০ গজ দূরে ছিটকে যায়। বাসটি দুমড়ে মুচড়ে রেললাইনের পাশের একটি খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। এতে আহত হয়েছে ৩০ জন। হতাহতরা বাসের যাত্রী।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে । এরা হলেন যশোরের কেশবপুর এলাকার মোস্তফা কামালের ছেলে আল হেলাল বাপ্পি (২৩),  মণিরামপুর উপজেলার দেবীদারপুর এলাকার সবেদ আলীর মেয়ে মমতাজ বেগম (৩৮) এবং যশোরের বেনাপোল এলাকার আবু বকরের ছেলে মিন্টু (৩০)।

আহতদের যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর।

ঘটনার সময় রেললাইনের গেটটি খোলা ছিল। দুর্ঘটনার পর গেটম্যান পালিয়ে গেছেন।

যশোর স্টেশন মাষ্টার গাজী আমিরুল ইসলাম জানান, পৌণে ১০টা থেকে খুলনা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।