ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামের হোটেলে আদিবাসী কিশোরী ধর্ষিত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১
চট্টগ্রামের হোটেলে আদিবাসী কিশোরী ধর্ষিত

বান্দরবান: চট্টগ্রাম শহরের একটি আবাসিক হোটেলে ধর্ষনের শিকার হয়েছে পার্বত্য জেলা বান্দরবানের এক কিশোরী।
 
একটি সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বদ্দারহাট ডায়মন্ড আবাসিক হোটেলের একটি কক্ষে এ ঘটনা ঘটে।



সূত্রটি আরও জানিয়েছে, ধর্ষিতা কিশোরী তাঁর চাচার সঙ্গে গত বুধবার বান্দরবান থেকে চট্টগ্রামে বেড়াতে যায়। রাতে তারা ডায়মন্ড হোটেলের ৭ নম্বর কক্ষে ওঠে। রাত দুইটার দিকে হোটেলের মালিক মো. আলমগীর ও ম্যানেজার কে কিশোরীর চাচাকে বেঁধে কিশোরীকে ধর্ষণ করে।

এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন সেট, ৭০ হাজার টাকা মূল্যের এক জোড়া স্বর্ণের কানের দুল ও একটি চেইন ও নগদ চার হাজার টাকা ছিনিয়ে নেয়।

আরো জানা গেছে, ধর্ষকরা মোবাইলে ধর্ষণ চিত্রও ভিডিও করে রাখে। পরদিন দুপুরে তাদের ছেড়ে দেওয়া হয়। বান্দরবানে ফেরার সময় তাদের ভিডিওচিত্র প্রকাশে হুমকি প্রদান দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে ধর্ষকরা।

বাড়িতে পৌঁছার পর কিশোরী তাঁর বাবা ম্রা থোয়াই উ মার্মাকে ঘটনা অবহিত করে। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে ধর্ষিতা কিশোরী বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি এজাহার দায়ের করেছে।

জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ঘটনা চট্টগ্রামের চান্দগাঁ থানায় হওয়ায় বান্দরবান থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করে নিয়মিত মামলা রুজু করার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে চান্দগাঁ থানায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।