ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লামায় ডাকাত সন্দেহে ৬ পুলিশ আটক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ডাকাত সন্দেহে স্থানীয়রা এক কর্মকর্তাসহ ছয় পুলিশকে আটক করেছে।

শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া থানার ৬ পুলিশ সাধারণ পোশাকে উপজেলার সরই ইউনিয়নের বটতলী এলাকাই যায়।

এসময় স্থানীয়রা ডাকাত সন্দেহে তাদের আটক করে।

লামা উপজেলার সরই ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মো. আলী বাংলানিউজকে জানান, লামা উপজেলা ঘটনাস্থল হলেও লোহাগাড়া থানা লামা পুলিশকে অভিযান সম্পর্কে অবহিত না করায় ঘটনাটি নিয়ে সন্দেহ রয়েছে।
 
লামা থানার ওসি মো. হোসেন বাংলানিউজকে জানান, লোহাগাড়া থানার পুলিশ এসেছিল আসামি ধরতে। এ সময় মাইক্রোবাস নিয়ে বাদীপ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা ডাকাত মনে করে পুলিশ সদস্যদের আটক করে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।