ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় আটক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

ফেনী: ফেনী শহরের মহিপাল থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই কাপড় আটক করেছে ফেনী ট্রাফিক পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়।



পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনীর মহিপালের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি আটকের চেষ্টা করে। কিন্তু চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ গাড়ির চালক মফিজুর রহমান (৩০) এবং ট্রাকটি আটক করে।

এসময় গাড়ি থেকে প্যাকেট করা ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও স্যুট আটক করে।
 
ফেনী ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. সাঈদ খান জানান আটককৃত মালামালসহ ট্রাক ও চালককে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
 
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad